জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ দশম দিনের সাক্ষ্যগ্রহণ, হাজির সাবেক আইজিপিও

- আপডেট সময় : ০৬:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ দশম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বেশ কয়েকজন চিকিৎসক সাক্ষ্য দেবেন বলে জানা গেছে।
এই মামলায় এখন পর্যন্ত মোট ২৯ জন সাক্ষী তাদের বক্তব্য দিয়েছেন, যার মধ্যে রয়েছেন শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা। তারা সকলেই জুলাই মাসের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার কথা তুলে ধরেছেন এবং এই গণহত্যার সঙ্গে জড়িত সবার বিচার দাবি করেছেন। সাক্ষীরা তাদের বক্তব্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এসব ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছেন।
আদালতে আজ আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও হাজির করা হয়। এর আগে, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে বিচার শুরুর নির্দেশ দিয়েছিল।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় মোট ৮১ জনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রটি আট হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে তথ্যসূত্র, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকার বিস্তারিত বিবরণ রয়েছে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই অভিযোগের প্রতিবেদন জমা দিয়েছিল।