ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে – বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমদ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোববার (১৭ আগস্ট) সময় সংবাদের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত শনিবার খসড়া হাতে পেয়েছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মতামত জানাবো।’ 

‘আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি’, যোগ করেন বিএনপি নেতা।

এদিকে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জুলাই সনদে ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে। সহযোগিতা করেছে। এখন বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’

জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলে জলঘোলা করছে, পক্ষান্তরে তারা পতিত সরকারকে সহায়তা করছে।’

আরও পড়ুন: জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে হতাশ এনসিপি

বহুকাঙ্ক্ষিত জুলাই সনদের চূড়ান্ত খসড়া গত শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যাতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে খসড়ায় প্রস্তাব দেয়া হয়েছে। সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে। তবে বাস্তবায়ন কীভাবে হবে সে কথা উল্লেখ নেই।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে – বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আপডেট সময় : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

রোববার (১৭ আগস্ট) সময় সংবাদের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত শনিবার খসড়া হাতে পেয়েছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মতামত জানাবো।’ 

‘আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি’, যোগ করেন বিএনপি নেতা।

এদিকে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জুলাই সনদে ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে। সহযোগিতা করেছে। এখন বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’

জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলে জলঘোলা করছে, পক্ষান্তরে তারা পতিত সরকারকে সহায়তা করছে।’

আরও পড়ুন: জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে হতাশ এনসিপি

বহুকাঙ্ক্ষিত জুলাই সনদের চূড়ান্ত খসড়া গত শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যাতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে খসড়ায় প্রস্তাব দেয়া হয়েছে। সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে। তবে বাস্তবায়ন কীভাবে হবে সে কথা উল্লেখ নেই।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের।