ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ভাঙচুর, নগদ টাকা ও সিসিটিভি হার্ডডিস্ক চুরি
- আপডেট সময় : ০৮:০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চোর চক্র ভাঙচুর চালিয়ে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করেছে। চুরির সময় ব্যাংকের সিসিটিভি হার্ডডিস্কও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংক খোলার পর কর্মচারীরা চুরির ঘটনা টের পান। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানায়, ব্যাংকটি গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। চোরেরা পেছনের দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভাঙে এবং নগদ টাকা ও সিসিটিভি হার্ডডিস্ক নিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, “আমরা চুরির খবর পেয়েছি। ভল্টের তালা ভেঙে টাকা নেওয়া হয়েছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


























