ঝিনাইদহে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, দেয়ালে লেখা হত্যার কারণ।

- আপডেট সময় : ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলা থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের দেয়ালে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে হত্যাকারীরা হত্যার কারণ লিখে রেখে গেছে বলে জানা গেছে।
নিহত তোয়াজ উদ্দিন শেখ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তার স্বজনদের খবর দেন। পরে তারা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তোয়াজ উদ্দিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্নও ছিল।
প্রাথমিকভাবে পুলিশ এটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। তিনি একাই থাকতেন। সর্বশেষ সোমবার (১ সেপ্টেম্বর) তাকে জীবিত দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ ছিল না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হাত-পা বাঁধা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে।
এদিকে, নিহত ব্যবসায়ীর ঘরের দেয়ালে সাঁটানো একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে দুর্বৃত্তরা হত্যার কারণ উল্লেখ করেছে। তবে পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।