সংবাদ শিরোনাম ::
টয়লেটের ফ্লাশ নষ্ট, আকাশে এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরলো বিমান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় উড়োজাহাজে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে বাংলাদেশ বিমানের আবুধাবিগামী ফ্লাইট বিজি-৩২৭।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে। রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। কিন্তু উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ বিকল থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি নজরে এলে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সূত্র জানায়, যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ব্যাংককগামী ফ্লাইটটি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ফ্লাইটটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।