ট্রেনে চীন সফরে কিম জং–উন, যোগ দেবেন সামরিক কুচকাওয়াজে

- আপডেট সময় : ০৬:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন বিশেষ ট্রেনে করে চীন সফরে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করে আজ মঙ্গলবার ভোরে চীন সীমান্ত অতিক্রম করেছেন কিম। সকালেই তাঁর বেইজিং পৌঁছানোর কথা। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপও জানিয়েছে, কিমকে সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য বিশেষ ট্রেনে যেতে দেখা গেছে।
উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের বুলেটপ্রুফ বিশেষ ট্রেনে সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন কিম। অতীতে এই ট্রেন দিয়েই তিনি চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশে সফর করেছেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সি চিন পিং বৈশ্বিক শাসনব্যবস্থা আরও ন্যায্য করার আহ্বান জানিয়ে বলেছেন, এ লক্ষ্য পূরণে চীন–উত্তর কোরিয়া সহযোগিতা আরও জোরদার হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গতকাল এক সম্মেলনে সি চিন পিং যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিশ্বব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’–এর ধারণা উপস্থাপন করেন। সেখানে নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাও উপস্থিত ছিলেন।