ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে জরুরি নির্দেশনা।
ডাকসু নির্বাচনে প্রচারণা: ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য অতি জরুরি নির্দেশনা”

- আপডেট সময় : ০৮:২৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে কেন্দ্র করে আজ বুধবার (২৭ আগস্ট) নির্বাচনী প্রচারণা সংক্রান্ত অতি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন বা বোর্ড ব্যবহার করা নিষিদ্ধ।
যেসব প্রার্থী ইতিমধ্যেই ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে আজ বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাথে সাথেই সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সতর্ক করা হয়েছে, যাতে নির্বাচনের পরিবেশ স্বচ্ছ ও ন্যায্য থাকে।