ডাকসু নির্বাচনে শিবির নেতা ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট দায়ের

- আপডেট সময় : ০৬:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষে রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। বিচারপতি এস কে তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে।
রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিষয়টি গণমাধ্যমকে আইনজীবী শিশির মনির নিজেই নিশ্চিত করেছেন।
রিটে বলা হয়েছে, এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। এখন আবার তিনি কীভাবে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থিতা পান, তা নিয়েই প্রশ্ন তুলে রিট দায়ের করা হয়েছে।
জানা গেছে, জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।