ডাকসু নির্বাচন: শতবর্ষে মাত্র ৩৭ বার, স্বাধীনতার পর ৭ বার।

- আপডেট সময় : ০৭:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৪ বছরে (১৯২১–২০২৫) কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। এর মধ্যে স্বাধীনতার পর গত ৫৪ বছরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র সাতবার। ফলে দেশের অন্যতম প্রাচীন শিক্ষার্থী সংগঠনটির নির্বাচনী ইতিহাসে বড় এক শূন্যতা রয়েছে।
ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে। গঠনতন্ত্র অনুযায়ী তখন ডাকসু ও হল সংসদগুলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, বিতর্ক, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং নানা প্রকাশনা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
পঞ্চাশের দশক পর্যন্ত এই কার্যক্রমই প্রাধান্য পেয়েছিল। তবে ষাটের দশক থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শিক্ষা আন্দোলন, আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে ডাকসুর রাজনৈতিক ভূমিকাই মুখ্য হয়ে ওঠে। ফলে ছাত্রসংগঠনগুলো শুধু সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
আরো পড়ুনঃডাকসু নির্বাচনে শিবির নেতা ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট দায়ের