ডাকসু নির্বাচন: সব মতের শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ জোটের স্বপ্নের ক্যাম্পাসের অঙ্গীকার

- আপডেট সময় : ০৫:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জানিয়েছে, তারা সব দল–মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায়। নির্বাচন সামনে রেখে প্রচারের শেষ দিনে গতকাল রোববার রাতে মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় জোটের নেতারা।
শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন
প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, “আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে। আমাদের মূল বার্তা ছিল—শিক্ষার্থীদের কথাই আমাদের কথা, তাঁদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।” তিনি আরও জানান, নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবেন।
ইশতেহারের প্রতিশ্রুতি
সাদিক কায়েম বলেন, “আগামী এক মাসে আমরা কী কাজ করব, তা ইশতেহারে উল্লেখ করেছি। শিক্ষক মূল্যায়ন, লাইব্রেরির সুযোগ–সুবিধা বৃদ্ধি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নেব।” নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকেও অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের ইশতেহার তুলে ধরেছি এবং প্রচারে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি।” তিনি যোগ করেন, “আমরা সব মতের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।”
আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে রোববার ছিল প্রচারের শেষ দিন।