ডাকসু নির্বাচন: স্বচ্ছতার জন্য ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি গণনা

- আপডেট সময় : ০৫:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল, ৯ সেপ্টেম্বর, অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে একটি করে বড় আকারের এলইডি স্ক্রিন বসানো হবে, যেখানে ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।”
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোট দিতে পারবেন। ক্যাম্পাসের মোট ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে এবং হল সংসদের ১৩টি পদে, সর্বমোট ৪১টি পদে ভোট দিতে হবে।
ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী।
এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী প্রার্থী।