সমাচার ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতারা। গতকাল শনিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে শিল্পী সমিতির নেতারা সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে ডিএমপি কমিশনার সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে নিতে কমিটির প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।
জানা গেছে, শিল্পীদের সম্মান, প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন সমস্যায় পুলিশকে পাশে থাকার জন্য কমিশনারকে আহ্বান করা হয়। এসময় কমিশনারও তাদেরকে সহায়তা দেবেন বলে আশ্বস্ত করেন।
এ বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির নেতারা এসেছিলেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। তাদের নানা সমস্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় পাশে থাকবে। তিনি আরো বলেন, সমাজে শিল্পীদের গুরুত্ব অনেক বেশি। কারণ, শিল্পী তার সৃষ্টকর্ম দিয়ে সাধারণকে প্রভাবান্বিত করার ক্ষমতা রাখেন। শিল্পী সমিতির নেতাদের হাত ধরে বাংলাদেশি চলচ্চিত্র অনেক এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।’
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদউদ্দিন ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। অন্যদিকে মিশা-ডিপজলের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পলি, রত্না, শাহনূর, দিলারা ইয়াসমিন, অভিনেতা জয় চৌধুরী, সনি রহমান, সুব্রত, আলীরাজ, জ্যাকি আলমগীর, চুন্নু, আরমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল জয়লাভ করেন।