ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানিতে ডুবে তিনজনের মৃত্যু,আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার কক্সবাজারের হত্যা মামলার আসামী কুয়াকাটায় গ্রেফতার পেট্রোলপাম্পে মিথ্যা অপবাদের জেরে হত্যাকাণ্ড রাজবাড়ীতে পুলিশের ওপর হামলায় আরও ৪ আসামি গ্রেপ্তার, মোট ১১ জন আটক আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ, ময়নাতদন্তকারী চিকিৎসকের জবানবন্দি জয়-পুতুলকে দলীয় নেতৃত্বে আনতে ইচ্ছা প্রকাশ করছেন শেখ হাসিনা ডাকসু নির্বাচন: সব মতের শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ জোটের স্বপ্নের ক্যাম্পাসের অঙ্গীকার গাজায় নতুন আতঙ্ক: ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক যান কক্সবাজার উপকূলে ইলিশের সঙ্কট, জেলেদের সংসারে দুর্ভোগ

ঢামেক হাসপাতালে ছাদ ধসে রোগী আহত, বাড়লো উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। সালমা বেগম (৩৮) নামের ওই রোগী বর্তমানে একই ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

​গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। সালমা বেগম জানান, কানের সমস্যার কারণে গত ২ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বেড না পাওয়ায় তিনি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ ছাদ থেকে পলেস্তারা খসে তার ডান পায়ে পড়লে তিনি গুরুতর আঘাত পান।

​আহতের মেয়ে মনি জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসে দেখেন মায়ের হাঁটুর ওপর ছাদের পলেস্তারা পড়ে আছে। চিকিৎসকরা দ্রুত এসে তাকে দেখেছেন।

​পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি দেখেন সালমা বেগমের ওপর ছাদ ভেঙে পড়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হাসপাতালের এই ভবনটি ১৯৪৬ সালে নির্মিত এবং অনেক পুরোনো। এর আগেও ছাদ থেকে পলেস্তারা খসে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

​তবে, কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডে পলেস্তারা খসে পড়েছে বা কোনো রোগী আহত হয়েছেন, এমন কোনো খবর তার কাছে নেই।

​এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

​এই ঘটনার পর ঢাকা মেডিকেলের পুরোনো ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢামেক হাসপাতালে ছাদ ধসে রোগী আহত, বাড়লো উদ্বেগ

আপডেট সময় : ০৫:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগী আহত হয়েছেন। সালমা বেগম (৩৮) নামের ওই রোগী বর্তমানে একই ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

​গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। সালমা বেগম জানান, কানের সমস্যার কারণে গত ২ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু বেড না পাওয়ায় তিনি বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ ছাদ থেকে পলেস্তারা খসে তার ডান পায়ে পড়লে তিনি গুরুতর আঘাত পান।

​আহতের মেয়ে মনি জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এসে দেখেন মায়ের হাঁটুর ওপর ছাদের পলেস্তারা পড়ে আছে। চিকিৎসকরা দ্রুত এসে তাকে দেখেছেন।

​পাশের বেডের এক রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি দেখেন সালমা বেগমের ওপর ছাদ ভেঙে পড়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হাসপাতালের এই ভবনটি ১৯৪৬ সালে নির্মিত এবং অনেক পুরোনো। এর আগেও ছাদ থেকে পলেস্তারা খসে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

​তবে, কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডে পলেস্তারা খসে পড়েছে বা কোনো রোগী আহত হয়েছেন, এমন কোনো খবর তার কাছে নেই।

​এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

​এই ঘটনার পর ঢাকা মেডিকেলের পুরোনো ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।