তফসিলের পর ঘোষণার অপেক্ষায় জামায়াতসহ ৮ ইসলামী দলের জোট।

- আপডেট সময় : ০৬:০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট। জামায়াতসহ আটটি ইসলামী দলের এই সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। লক্ষ্য—ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হওয়া। আপাতত তারা জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর সতর্ক দৃষ্টি রাখছে।
নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে এই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মঞ্চে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ আরও কয়েকটি দল।
জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোটের উদ্যোগ ইতোমধ্যেই দৃশ্যমান। তারা হলো—
১. বাংলাদেশ জামায়াতে ইসলামী
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩. বাংলাদেশ খেলাফত মজলিস
৪. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
৫. খেলাফত মজলিস
৬. নেজামে ইসলাম পার্টি
৭. ইসলামী ঐক্যজোট
৮. খেলাফত আন্দোলন
আদর্শগত ভিন্নতা থাকলেও ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই’ তাদের একত্র করেছে। কয়েকটি দলের নেতারা জানিয়েছেন, এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদও আলোচনায় আছে।
তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে না যাওয়ার পক্ষে তারা একমত। দাবি—জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদ আমলের প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। তাই জুলাই সনদের ভিত্তিতে আইনি স্বীকৃতি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”
এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ইসলামী দলগুলো। অবস্থার পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। তাদের বক্তব্য, আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন আর মেনে নেওয়া হবে না।