সংবাদ শিরোনাম ::
তেজগাঁওয়ে আ. লীগ নেত্রী সুইটি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
- আপডেট সময় : ০৭:০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলের মূল আয়োজক হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ওই থানার ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে শুক্রবার রাতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।