সংবাদ শিরোনাম ::
দিনে শেষে দল পেলেন দুই তারকা মাহমুদউল্লাহ ও মুশফিক
news desk
- আপডেট সময় : ১০:১৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
মুশফিক একটি রহস্যময় পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।”তবে নিলামের শেষভাগে বদলে যায় চিত্র। অভিজ্ঞতা ও দীর্ঘদিনের অবদান বিবেচনায় দুজনকেই রাখা হয় আগের ক্যাটাগরিতেই, ‘বি’ থেকে ‘সি’ তে নামার কথা থাকলেও আর তা হয়নি।
শেষ পর্যন্ত ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। অন্যদিকে স্থানীয়দের নিলাম শেষ হওয়ার পর মুশফিকের দিকে হাত বাড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ার পরই রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মাহমুদউল্লাহকে স্বাগত জানায় “মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!”















