ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

দুই হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা  

news desk
  • আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ সোমবার পর্যন্ত সারাদেশের তিনশটি আসনে মোট দুই হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার ৪০৭ জন। 

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল। রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে মোট মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সংখ্যা জানায়।   

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কাজ চলেছে। 

এর মধ্যে রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩৩৮ জন আর জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩২৯ জন, জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৫৮ জন আর জমা দিয়েছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ২১২ জন, জমা ১৬৬ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৬৫ জন আর জমা ১৪২ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৬৩৮ জন আর জমা দিয়েছেন ৪৪৪ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৪০২, ১৭৬, ৪৯৬ ও ২৯৩ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং জমা দিয়েছেন যথাক্রমে ৩১১, ১৪৬, ৩৬৫ ও ১৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা  

আপডেট সময় : ০৪:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ সোমবার পর্যন্ত সারাদেশের তিনশটি আসনে মোট দুই হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার ৪০৭ জন। 

সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল। রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে মোট মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সংখ্যা জানায়।   

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কাজ চলেছে। 

এর মধ্যে রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩৩৮ জন আর জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ৩২৯ জন, জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩৫৮ জন আর জমা দিয়েছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ২১২ জন, জমা ১৬৬ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৬৫ জন আর জমা ১৪২ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ৬৩৮ জন আর জমা দিয়েছেন ৪৪৪ জন। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৪০২, ১৭৬, ৪৯৬ ও ২৯৩ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং জমা দিয়েছেন যথাক্রমে ৩১১, ১৪৬, ৩৬৫ ও ১৯৪ জন।