রাকসু নির্বাচন
দ্বিতীয় মাস্টার্সে ভর্তির আবেদন ছাত্রনেতাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত আজ

- আপডেট সময় : ০৫:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাক্তন ছাত্রনেতাদের অনেকে দ্বিতীয় মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভা বসবে।
১৯৯০-এর দশক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বা ডাবল মাস্টার্স চালু নেই। তবে আবেদনকারীদের দাবি, রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে তাঁরা সঠিকভাবে পড়াশোনা শেষ করতে পারেননি। তাই এবার দ্বিতীয়বার মাস্টার্স করার সুযোগ চান তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা আবেদনকারীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বামপন্থী একজন সাবেক নেতা আবেদন করেছেন। তবে ইসলামী ছাত্রশিবির এ ধরনের কোনো আবেদন করার কথা অস্বীকার করেছে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ (রাহী), সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক), সহসভাপতি শাকিলুর রহমান (সোহাগ), যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান (মুন্না)। তাঁদের আবেদনে বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষক সুপারিশ করেছেন।
অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান জানিয়েছেন, প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর আবেদন এসেছে। একাডেমিক কাউন্সিলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক শিক্ষক মনে করেন, যদি তাঁদের ভর্তি করানো হয় তবে এটি হবে নজিরবিহীন ঘটনা। তবে সমালোচকেরা বলছেন, রাকসু নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে দ্বিতীয় মাস্টার্স চালু করা হলে প্রশ্ন থেকে যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের তফসিল ইতিমধ্যে ছয়বার সংশোধন হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। একাডেমিক কাউন্সিল সভায় ইতিবাচক সিদ্ধান্ত এলে আবেদনকারী ছাত্রনেতারাও মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে আবার তফসিল পুনর্গঠন হতে পারে। তবে ভোট গ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত থাকবে।