ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন!

- আপডেট সময় : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক কলেজ শিক্ষক সাময়িক বরখাস্ত হওয়ার পরও নিয়মিত বেতন পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই শিক্ষক হলেন জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামান। গত তিন বছর ধরে কলেজে অনুপস্থিত থাকলেও তিনি সরকারি কোষাগার থেকে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে সম্পূর্ণ বেতন নিচ্ছেন।
কলেজের অধ্যক্ষ লায়লা খাতুন অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি দাবি করেছেন যে, শিক্ষকের নিয়মিত বেতন পাওয়ার বিষয়টি একটি যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছু নয়।
২০২২ সালের মার্চ মাসে মুরাদুজ্জামানের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয় এবং কলেজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী, কোনো শিক্ষক বরখাস্ত হলে তার অর্ধেক বেতন পাওয়ার কথা। কিন্তু সময় সংবাদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে তাকে নিয়মিত শিক্ষক হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে।