নতুন শিরোনাম: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১২৪, দুর্গম এলাকায় ব্যাহত উদ্ধারকাজ

- আপডেট সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
আফগানিস্তানের কুনার প্রদেশে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা ১১২৪ জনে পৌঁছেছে। আফগান রেডক্রস সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আহত হয়েছেন ৩২৫১ জন। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। মাঝারি মাত্রার হলেও এই দুর্যোগে কুনার প্রদেশের বেশ কিছু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ভূমিকম্পের তিন দিন পরও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না। দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ-এর প্রধান ইব্রাহিম আহমেদ আল জাজিরাকে জানিয়েছেন, অবকাঠামোর অভাব ও ভূমিধসের কারণে গাড়িতে করে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভর করে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেসকল এলাকায় এখনো পৌঁছানো যায়নি, সেখানে উদ্ধারকাজ শুরু হলে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।