নয় জঙ্গিসহ ৭০০’র বেশি কয়েদি পলাতক: কারা মহাপরিদর্শক পরিস্থিতি প্রকাশ

- আপডেট সময় : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, বর্তমানে ৯ জঙ্গিসহ ৭০০’র বেশি কয়েদি পলাতক রয়েছেন। তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
কারা মহাপরিদর্শক জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজার দুই শতাধিক পলাতকের মধ্যে এখনও ৭০০-এর বেশি পলাতক রয়েছে। এই পলাতকের মধ্যে ৯ জন জঙ্গি অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ চলছে এবং এ কাজে সফল হওয়াদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, বন্দিদের উৎপাদমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে সরাসরি কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।