সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পুকুরে, চালকসহ দুইজন নিহত
- আপডেট সময় : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার মধ্যে রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।
নি/হ/তরা হলেন— দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৫)।
দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।