ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় জিডি করলেন ডাকসুর ভিপি প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন (২৩) ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা প্রকাশ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাঁর জিডির একটি কপি যমুনা টেলিভিশনের হাতে আসে।

জিডিতে শামীম উল্লেখ করেছেন, তিনি বর্তমানে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি হলো লেজুরবৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে শিক্ষার্থীদের জন্য স্বাধীন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই ধারণা শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলায় কিছু মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

শামীম অভিযোগ করেন, গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

এর ফলে তিনি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। জিডিতে শামীম লিখেছেন, নির্বাচনের আগে কিংবা পরে তাঁর ওপর শারীরিক বা মানসিক আঘাত আসতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তাই ভবিষ্যতের জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা জরুরি মনে করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় জিডি করলেন ডাকসুর ভিপি প্রার্থী শামীম

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন (২৩) ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কা প্রকাশ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাঁর জিডির একটি কপি যমুনা টেলিভিশনের হাতে আসে।

জিডিতে শামীম উল্লেখ করেছেন, তিনি বর্তমানে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি হলো লেজুরবৃত্তিক ছাত্রসংগঠনের বাইরে শিক্ষার্থীদের জন্য স্বাধীন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা। এই ধারণা শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলায় কিছু মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

শামীম অভিযোগ করেন, গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

এর ফলে তিনি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। জিডিতে শামীম লিখেছেন, নির্বাচনের আগে কিংবা পরে তাঁর ওপর শারীরিক বা মানসিক আঘাত আসতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তাই ভবিষ্যতের জন্য বিষয়টি থানায় সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা জরুরি মনে করেছেন।