নির্বাচন নিয়ে এনসিপি নেতা হাসনাতের বক্তব্য
- আপডেট সময় : ০৬:১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
কুমিল্লা: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রয়োজনে নিয়ম পরিবর্তন করে আগামী মাসেই নির্বাচন দেওয়া যেতে পারে, এতে তার কোনো আপত্তি নেই। তবে, যে সংবিধানের দোহাই দিয়ে বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে, সেই সংবিধানে কোনো নির্বাচন হতে পারে না।
শুক্রবার রাতে, কুমিল্লার দেবীদ্বারের মোহাম্মদপুরে এনসিপির আয়োজনে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যারা ভোট দিতে পেরেছেন, তারা পুরো ব্যালট পেপারে সিল মারার সুযোগ পেয়েছেন। এমনকি, মৃত ব্যক্তিদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের ভোট জালিয়াতিতে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা জড়িত ছিলেন। তিনি মন্তব্য করেন, দেশের জনগণ এমন নির্বাচন আর দেখতে চায় না।