ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে আজ বিজয়নগরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

  • আপডেট সময় : ০৬:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে দলীয় নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলার’ অভিযোগ তুলে বিক্ষোভ ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। আজ শনিবার বিকেল ৩টায় বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশে গণ অধিকার পরিষদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। বর্তমানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং গণতান্ত্রিক অধিকার হরণ করার উদ্দেশ্যে করা হয়েছে। দলটির দাবি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নেতাকর্মীদের ওপর এ হামলার প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, “গণ অধিকার পরিষদের প্রতিটি নেতা-কর্মীকে দমিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব, তবে হামলার বিচার না হলে বৃহত্তর আন্দোলনে যাব।”

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজয়নগরের সমাবেশে বিভিন্ন দলের অংশগ্রহণে আজ রাজধানীতে বিরোধী রাজনীতির মাঠ আরও গরম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে আজ বিজয়নগরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৬:১৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজধানীতে দলীয় নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলার’ অভিযোগ তুলে বিক্ষোভ ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। আজ শনিবার বিকেল ৩টায় বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, সমাবেশে গণ অধিকার পরিষদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। বর্তমানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং গণতান্ত্রিক অধিকার হরণ করার উদ্দেশ্যে করা হয়েছে। দলটির দাবি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নেতাকর্মীদের ওপর এ হামলার প্রতিবাদ জানিয়ে রাশেদ খান বলেন, “গণ অধিকার পরিষদের প্রতিটি নেতা-কর্মীকে দমিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব, তবে হামলার বিচার না হলে বৃহত্তর আন্দোলনে যাব।”

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজয়নগরের সমাবেশে বিভিন্ন দলের অংশগ্রহণে আজ রাজধানীতে বিরোধী রাজনীতির মাঠ আরও গরম হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।