নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে এক রাতে ২ জনের মৃত্যু, আহত ৩

- আপডেট সময় : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৬ বার পড়া হয়েছে
নেত্রকোনার সদর উপজেলার জামাটি গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে।
নিহতরা হলেন জামাটি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. দুজাহান মিয়া (৪৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুজাহান মিয়া ও তার প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মৌগাতি বাজারের কাছে দুজাহান মিয়ার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুজাহান মিয়ার স্বজনদের অভিযোগ, রফিক মিয়া তার লোকজনকে নিয়ে এই হামলা চালিয়েছে।
দুজাহান মিয়ার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রফিক মিয়ার বাড়িতে হামলা করে। এতে রফিক মিয়া, তার ভাই মোফাজ্জল মিয়া, মোফাজ্জলের ছেলে নূর মোহাম্মদ এবং মোফাজ্জলের স্ত্রী মনোয়ারা বেগম গুরুতর আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। রফিক মিয়া ও মনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।