নিজস্ব প্রতিবেদক।
পঞ্চগড়ে সাপের কামড়ে আহত নারী, জ্যান্ত গোখরা নিয়ে হাসপাতালে

- আপডেট সময় : ০৮:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে আহত হয়েছেন সুমিত্রা রানী (৫৫) নামের এক গৃহবধূ। ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা জ্যান্ত গোখরা সাপটিকে বস্তায় ভরে কাচের জারে বন্দি করে আহত সুমিত্রাকে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাপোতা এলাকায়।
আহত সুমিত্রা রানী ওই এলাকার উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের পর ঘরে জিনিসপত্র পরিষ্কার করছিলেন সুমিত্রা রানী। এ সময় একটি সাপ তাঁর ডান হাতের আঙুলে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে সাপটিকে বস্তা দিয়ে ধরে কাচের জারে ঢুকিয়ে রাখেন এবং আহত সুমিত্রাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা সাপটি দেখে নিশ্চিত হন এটি একটি গোখরা। তাঁরা আহতকে অ্যান্টি–ভেনম দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, “মাকে কামড় দেওয়ার পর আমরা সাপটিকে ধরে হাসপাতালে নিয়ে যাই। প্রথমে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে রংপুর মেডিকেলে পাঠানো হয়।”
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুশফিকা খাতুন বলেন, “ওই নারীকে গোখরা সাপ কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে অ্যান্টি-ভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ভালো আছেন।”