পটিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন

- আপডেট সময় : ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে একদল ছিনতাইকারী। বাধা দেওয়ায় চালক মো. শহীদ (৩৩)-কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বাসিন্দা খাজা মিয়ার ছেলে। সম্প্রতি তিনি পটিয়ায় এসে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, যাত্রীবেশে অটোরিকশায় ওঠা কয়েকজন ব্যক্তি কেচিয়াপাড়া এলাকায় পৌঁছে যানবাহনটি ছিনতাইয়ের চেষ্টা করে। শহীদ বাধা দিলে তাঁকে পেটে দুটি স্থানে ছুরিকাঘাত করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আহত অবস্থায় শহীদকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
পটিয়া থানার উপপরিদর্শক ইমরুল হোসেন বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় শহীদকে ছুরিকাঘাত করা হয়েছে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।