সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর গলাচিপা মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মো: জিয়াদ হোসাইন, গলাচিপা উপজেলা প্রতিনিধি ।
- আপডেট সময় : ০৭:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রতনপুর সাগরদি রোডে ইউনুস ফকিরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (৪৩)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক গলাচিপা পৌরসভা রতনপুর ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেক মুসল্লীর ছেলে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, জেলা গোয়েন্দা শাখা ও গলাচিপা থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।