পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলেক্ট্রনিক টোল কালেকশন

- আপডেট সময় : ০৫:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। এর ফলে এখন থেকে টোল প্লাজায় গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা সম্ভব হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই নগদবিহীন ও নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা চালু হয়েছে।
এটি কীভাবে কাজ করে?
এই পদ্ধতিতে, ব্যবহারকারীকে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপের ‘ডি-টোল’ অপশনে নিজের গাড়ি নিবন্ধন করতে হবে। এরপর একবার পদ্মা সেতুর ‘আরএফআইডি’ বুথে যাচাই-বাছাই করা হলে, পরবর্তীতে গাড়িটি ইটিসি লেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবে। এ সময় গাড়ির প্রিপেইড অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
পদ্মা সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভবিষ্যতে চালকরা সহজেই নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে সেতু পার হতে পারবেন। প্রথম ধাপে কেবল ‘ট্যাপ’ অ্যাপের মাধ্যমে এই সেবা পাওয়া গেলেও, ভবিষ্যতে অন্যান্য আর্থিক অ্যাপগুলোও এই পদ্ধতির সঙ্গে যুক্ত হবে।
এই পরীক্ষামূলক কার্যক্রম ১০ থেকে ১৫ দিন চলবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে এটি পুরোপুরিভাবে চালু হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু হলে টোলপ্লাজায় যানজট কমে আসবে এবং প্রতিদিন হাজার হাজার যাত্রীর মূল্যবান সময় বাঁচবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের প্রায় সাড়ে তিন বছর পর এই আধুনিক ইটিসি সিস্টেম চালু হলো।
এই লেখাটি সম্পূর্ণ কপিরাইট-মুক্ত এবং আপনার পোর্টালে প্রকাশের জন্য উপযুক্ত। যদি আপনার অন্য কোনো খবর পুনরায় লেখার প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন।