অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে একটি গাড়িতে ইসরাইলের বোমা হামলায় ছয় ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েজন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসাকর্মীদের বরাতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভোরে ইসরাইল জানায়, তাদের সামরিক বিমান থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর তিনটি পৃথক হামলা হয়েছে। এসব যোদ্ধা তুবাস অঞ্চলে ইসরাইলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা জানান, একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার মতে, হামলাটি একটি সশস্ত্র ড্রোনের মাধ্যমে চালানো হয়। নিহতদের মরদেহ ও আহতদের দুবাস তুর্কি সরকারি হাসপাতালে নিয়ে গেছেন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সকর্মীরা।
গত সপ্তাহ থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জন আহত হয়েছে
গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি হামলা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলেছে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় ২৬ শিশুসহ ১২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ১৯ আগস্ট পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ৬০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।