পানিতে ডুবে তিনজনের মৃত্যু,আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ১০:৫৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—জিহাদ হাসান (৬), জয় রায় (১২) ও রাসেল মিয়া (১৮)।
নিহত জিহাদ হাসান মোমিনপুর জোংড়ার মো. রিফাত ছালেদিনের ছেলে, জয় রায় বাউরা নবীনগরের অনিল চন্দ্র রায়ের ছেলে এবং রাসেল মিয়া বাউরা ইউনিয়নের হোসনাবাদের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান এবং পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
















