পেট্রোলপাম্পে মিথ্যা অপবাদের জেরে হত্যাকাণ্ড

- আপডেট সময় : ০৬:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে প্রাণ হারালেন এক তরুণ ম্যানেজার। ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটেছে বগুড়ার দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশনে।
নিহত ব্যক্তি হলেন ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল (৩৫)। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সহকর্মী রতন (২৮) নামের এক তরুণকে। পুলিশ জানায়, তেল চুরির মিথ্যা অপবাদের জেরে ক্ষুব্ধ হয়ে রতন এই হত্যাকাণ্ড ঘটায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ফিলিং স্টেশনের অফিস কক্ষে সহকর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে রতন। একপর্যায়ে সে হাতে থাকা হাতুড়ি দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে পরপর ১৩টি আঘাত করে বসে। ঘটনাস্থলেই প্রাণ হারান ইকবাল।
হত্যার পর পালিয়ে যায় রতন। তবে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোক নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এটি শুধু একজন মানুষকে হত্যা নয়, পুরো মানবতার উপর আঘাত।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রতনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিশেষজ্ঞরা বলছেন, রাগ, প্রতিশোধ আর মিথ্যা অভিযোগের মতো বিষয়গুলো যদি মানুষকে অমানবিক করে তোলে, তবে সমাজ হিসেবে আমরা ভয়াবহ সংকটে পড়ব।