ফিলিস্তিনের তিন মানবাধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা।

- আপডেট সময় : ০৬:২৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহায়তার অভিযোগে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় আসা সংগঠনগুলো হলো— আল-হক, প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এই সংগঠনগুলোকে ‘স্পেশালি ডিজাইনড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ অন্তর্ভুক্ত করেছে। এর ফলে সংগঠনগুলোর সম্পদ ও আর্থিক লেনদেন যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এসব সংগঠন ইসরায়েলের সম্মতি ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত, গ্রেফতার ও বিচার কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত।
আল-হক রামাল্লাহভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে সক্রিয়। অন্যদিকে, গাজাভিত্তিক পিসিএইচআর ও আল-মিজান বহু বছর ধরে ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধ নথিভুক্ত করছে।
যৌথ বিবৃতিতে তিন সংগঠন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘বেআইনি ও গণতন্ত্রবিরোধী’ বলে উল্লেখ করেছে।