সংবাদ শিরোনাম ::
ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১
- আপডেট সময় : ০৬:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম মো. বাবলু মিয়া (৪০)। তিনি চায়ের দোকান করতেন।
শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় জনতা গেটের সামনে দুই পক্ষের মারামারির সময় রবিউল নামে একজন মো. বাবুল মিয়ার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত।
পরে তাকে উদ্ধার করে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।