বনানীর বাসায় ঝুলছিল সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ

- আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
মো.খালেদ মাসুদ, নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর একটি বাসা থেকে এক সাবেক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসার ডাইনিং রুম থেকে আহারার মাসুদ দ্বীপের (৪০) মরদেহ উদ্ধার হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মাসুদ দ্বীপ এক সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়াবাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা মো. ফোরকানের ছেলে।
বনানী থানার উপ–পরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, খবর পেয়ে পুলিশ ইউনাইটেড হাসপাতালের ট্রলি থেকে মরদেহ উদ্ধার করে। স্বজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিছুদিন আগে চাকরি হারান মাসুদ। এরপর মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর মধ্যে স্ত্রী ডিভোর্স দিয়ে ৯ বছরের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। গত রাতের যেকোনো এক সময়ে ফ্ল্যাটের ড্রয়িং রুমের সিলিং ফ্যানে রশি দিয়ে ঝুলে পড়েন মাসুদ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।