বরগুনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে ‘আরএসডিও’

- আপডেট সময় : ০৬:৫৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)।এ সংস্থার মাধ্যমে শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান ও জীবন-জীবিকা উন্নয়নের মাধ্যমে তারা বদলে দিচ্ছে জীবনধারা।
খোঁজ নিয়ে জানা যায়,বরগুনা ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের পর থেকেই সংস্থাটি তালতলী উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে।সিডর পরবর্তী দুর্যোগ গুলোতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় ত্রাণ বিতরণ থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার,ভূমি অধিকার বিষয়ে প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ,সচেতনতামূলক কার্যক্রম ও আইনি সহায়তাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে তারা।এরই ধারাবাহিকতায় সুন্দরবন কোয়ালিশনের সহযোগিতায় গত তিন বছরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সংস্থাটি ঘূর্ণিঝড় রিমেল-পরবর্তী ৭৮ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা (মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে),৪৫ জনকে জীবিকাভিত্তিক সহায়তা (আইজিএ), রাস্তা উন্নয়ন প্রকল্প ৫টি,একটি কাঠেরপুল, প্রতিবন্ধীদের জন্য ৯টি হুইলচেয়ার ও ৩টি লাঠি/ক্রেস,১৪টি স্যানিটারি ল্যাট্রিন, জেলেদের জন্য ৫০টি লাইফ জ্যাকেট, সম্মিলিতভাবে ব্যবহারের জন্য ২টি ট্রলার, ৪টি পুকুর খনন,১টি কৃষি বীজ ভাণ্ডার স্থাপন,১টি রাখাইন ট্র্যাডিশনাল আশ্রয় কেন্দ্র নির্মাণ,৬টি গভীর নলকূপ,১টি মাতৃভাষা শিক্ষা কেন্দ্র পুনঃনির্মাণ,১টি জেলেদের বিশ্রামাগার,১টি বেড়িবাঁধ ও ১টি লাইট হাউস,দুর্যোগ তথ্যসম্বলিত বিলবোর্ড ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।এসব কার্যক্রম জনজীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং এলাকাবাসীর মধ্যে উন্নয়ন সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
আরএসডিও সংস্থার নির্বাহী পরিচালক মংচিন থান বলেন,আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছি।এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করে থাকি।