বাংলাদেশ জেল’ নয়, নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

- আপডেট সময় : ০৬:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
কারাগার ব্যবস্থাকে শুধু দণ্ড কার্যকর করার স্থান নয়, বরং বন্দিদের পুনর্বাসন ও সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’।
আজ এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি বলেন,
“কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। এই নতুন নামের মধ্য দিয়েই আমরা বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের গুরুত্বকে সামনে আনতে চাই।”
কারা মহাপরিদর্শক জানান, দীর্ঘদিনের তীব্র জনবল সংকট নিরসনে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি আরও দেড় হাজার জনবলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বন্দিদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া কারা প্রশাসনের সঙ্গে বন্দিদের সরাসরি যোগাযোগ বাড়াতে অনেক বন্দিই মাঝে মাঝে তাঁকে ফোন করে নিজেদের সমস্যা তুলে ধরেন বলে উল্লেখ করেন মহাপরিদর্শক।
বিশেষজ্ঞরা মনে করছেন, নাম পরিবর্তনের এই পদক্ষেপ কেবল একটি প্রতীকী পরিবর্তন নয়, বরং কারাগার ব্যবস্থাকে আধুনিকায়ন ও মানবিকীকরণের পথে একটি বড় অগ্রগতি।