বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক সই।

- আপডেট সময় : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৬ বার পড়া হয়েছে
রাজধানীর এক হোটেলে রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য হলো—
- সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ,
- বাণিজ্য বিষয়ক যৌথ কর্মপরিষদ (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠনসহ আরও কয়েকটি সহযোগিতা বিষয়ক সমঝোতা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাকিস্তানের পক্ষে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যা, ব্যবসা-বিনিয়োগ, কৃষি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশই ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে।
আরো পড়ুনঃ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি স্বাক্ষরের আভাস
প্রসঙ্গত, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে তিনি বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।