ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় বিক্ষোভ।

  • আপডেট সময় : ০৭:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান কর্মসূচি চলছে। গতকাল রোববার মধ্যরাত থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন।

আজ সোমবার দুপুরে দেখা যায়, সড়কের ওপর ব্যানার বিছিয়ে ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী বসে আছেন। তারা মাঝে মাঝেই ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় সেখানে মোতায়েন রয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে ফজলুর রহমান ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ কারণে তাঁকে বিএনপি থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‘জুলাই রাজবন্দি’ সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদী হাসান বলেন,

“ফজলুর রহমান জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন, যা অবমাননাকর। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁর দাম্ভিক আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও জানান, “গতকাল রাত থেকে আমরা অবস্থান কর্মসূচি চালাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরে যাব না।”

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ফজলুর রহমানের বাসার সামনে কয়েকজন বিক্ষোভ করছেন। তাঁরা গ্রেপ্তারের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় বিক্ষোভ।

আপডেট সময় : ০৭:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান কর্মসূচি চলছে। গতকাল রোববার মধ্যরাত থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন।

আজ সোমবার দুপুরে দেখা যায়, সড়কের ওপর ব্যানার বিছিয়ে ৮ থেকে ১০ জন বিক্ষোভকারী বসে আছেন। তারা মাঝে মাঝেই ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় সেখানে মোতায়েন রয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে ফজলুর রহমান ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এ কারণে তাঁকে বিএনপি থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‘জুলাই রাজবন্দি’ সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদী হাসান বলেন,

“ফজলুর রহমান জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন, যা অবমাননাকর। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁর দাম্ভিক আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও জানান, “গতকাল রাত থেকে আমরা অবস্থান কর্মসূচি চালাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরে যাব না।”

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ফজলুর রহমানের বাসার সামনে কয়েকজন বিক্ষোভ করছেন। তাঁরা গ্রেপ্তারের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।