বিশ্ববিদ্যালয় কাঠামো পরিবর্তনের প্রতিবাদে সাত কলেজে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
ঢাকার সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি রাজধানীর সাতটি সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে এ কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হয়।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থী এ পরিবর্তনের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। পাশাপাশি ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষার মানও অনিশ্চয়তায় পড়তে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় গেলে সম্পদ বণ্টন, টাইম শেয়ারিং, ক্যাম্পাস শেয়ারিং, পরিবহন, আবাসিক হল ও ল্যাব ব্যবহারে জটিলতা দেখা দেবে। এতে সাত কলেজের স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে, যা সংবিধান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতির পরিপন্থী।
সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি মনে করে, বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা জরুরি।