বিসিবি সভাপতি হতে নির্বাচনের বাইরে আসতে আপত্তি নেই আমিনুল ইসলামের

- আপডেট সময় : ০৫:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি চলছে। বোর্ডের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি সভাপতি হতে চাইলে নির্বাচনের বাইরে থেকেও আসতে আপত্তি নেই।
বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদের সভা ঢাকায় হবে নাকি সিলেটে—তা গতকাল রাত পর্যন্ত নির্ধারণ হয়নি। তবে সভার আলোচ্য সূচিতে নির্বাচনই মূল ইস্যু হয়ে উঠছে। অনুমান করা হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বরের সভায় নির্বাচন কমিশন গঠন হতে পারে। সভার পরপরই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি অনুযায়ী, বিসিবি অক্টোবরের শুরুর দিকেই নির্বাচনের ট্রেনে উঠবে। নির্বাচনের আগে বোর্ডের অভ্যন্তরে সভাপতি পদ নিয়ে আলোচনাও তুঙ্গে। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বলেন,
“যদি ক্রিকেটের স্বার্থে সবাই মনে করেন আমি সভাপতি হিসেবে আসতে পারি, আর তা যদি নির্বাচনের বাইরেও সম্ভব হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে শেষ সিদ্ধান্ত হবে বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।”
বাংলাদেশ ক্রিকেটের নিয়ামক সংস্থাটির আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবে বোর্ড। ক্রিকেট অঙ্গনে তাই নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল।