ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান
- আপডেট সময় : ০৯:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
মাঠের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান। তবে মাঠের লড়াই শেষ হলেও উত্তাপ কমেনি। ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের অক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ জয়ী দলকে সংবর্ধনা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে উপস্থিত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের অহেতুক উত্তেজিত করার চেষ্টা করেছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাব। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।’
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের ক্রিকেটারদের মধ্যে কয়েকবারই উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদেরও।
এর আগে পাকিস্তান যুব দলের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতের আচরণের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেন, ‘ফাইনালে ভারতের আচরণ যথাযথ ছিল না, যা ক্রিকেটের চেতনার পরিপন্থী। তারা যা করেছে, তা তাদের নিজস্ব কর্মকাণ্ডের প্রতিফলন। তবে আমরা স্পোর্টসম্যানশিপ বজায় রেখেই জয় উদযাপন করেছি।’
উল্লেখ্য, দুবাইয়ের ফাইনালে ব্যাটে-বলে পাত্তাই পায়নি ভারত। পাকিস্তানের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা হেরেছে ১৯১ রানে।
সুত্রঃ সমকাল
























