আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সোমবার (১৩ মে)। এদিন ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে ৯৬ আসনে। মোট প্রার্থী সংখ্যা এক হাজার ৭১৭ জন। ভাগ্য নির্ধারণ হবে অখিলেস যাদব, অধীর চৌধুরী, শত্রুঘ্ন সিনহা ও শতাব্দী রায়ের মতো তারকা প্রার্থীদের। জম্মু ও কাশ্মীরে হবে ভোট।
সাত ধাপে অনুষ্ঠিত হচ্ছে ভারতের ১৮ তম লোকসভা নির্বাচন। এ পর্যন্ত তিন দফায় ভোট হয়েছে ২৮৩টি আসনে। সোমবার অন্ধ্রপ্রদেশের ২৫, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১ এবং পশ্চিমবঙ্গের ৮ আসনকে ধরা হচ্ছে বিজেপি-কংগ্রেস-তৃণমূল বা ইন্ডিয়া জোটের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ হিসেবে।
অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা দেশাম পার্টির সাথে জোট করে নির্বাচন করছে বিজেপি। গত বছর প্রদেশটির ২৫ আসনের মধ্যে ২২ আসন পেয়েছিলো কংগ্রেসপন্থী প্রাদেশিক রাজনৈতিক দল ওয়াইএসআর।
১৭ আসনের তেলেঙ্গানাতেও বিজেপি পেয়েছিলো মাত্র ৪টি আসন। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণের এই দুটি রাজ্য থেকে বিজেপিকে এবার ভালো ফল করতেই হবে। আর মহারাষ্ট্রের ১১ আসনের সবগুলোই বিজেপির ছিলো; ফলে সেটাও ধরে রাখতে হবে তাদের।
চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, পূর্বা, বীরভূম, বোলপুর, কৃষ্ণনগর ও রানাঘাটে ভোট হবে। পশ্চিমবঙ্গের এই ৮ আসনে গতবারের নির্বাচনে ছয়টিতে জয় পেয়েছিলো তৃণমূল। বাকি একটি করে কংগ্রেস ও বিজেপির। মোাদি ঘোষিত ৪০০ আসনের টার্গেট পূরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে চমক দেখাতে হবে পদ্মশিবিরকে।
চতুর্থ দফার ভোটে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক রাজনৈতিক দলের মধ্যে তীব্র লড়াইয়ের পূর্বাভাস রয়েছে। ভাগ্য নির্ধারণ হবে লোকসভার বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেস যাদবসহ এক হাজার ৭১৭ জন প্রার্থীর। এ দফার ভোটে তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা ও শতাব্দি রায়। দুজনই গতবারের নির্বাচিত সংসদ সদস্য।