সংবাদ শিরোনাম ::
মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎ-শিল্পের কারিগররা।
- আপডেট সময় : ১১:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
মাটি,খড় আর হাতের ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা গড়ে তোলার কাজ চলছে পুরোদমে ।
দেশের বিভিন্ন যায়গায় ঘুরে দেখা গিয়েছে, কারিগররা প্রতিমা তৈরির কাজে মাটি দিয়ে দেবী দুর্গা,কার্তিক,গণেশ,লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমার কাঠামো তৈরির কাজ চলছে।তবে খড়,সুতলি,পেরেক,বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ গত বছরের তুলনায় বেড়েছে। এখন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকায় প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
বিভিন্ন পূজামণ্ডপের দ্বায়িত্বশীলরা বলেছেন গত বছরের চেয়ে এবার মালের মূল্য বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরি করতে খুব কষ্ট হচ্ছে।