মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ
- আপডেট সময় : ০৭:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্টলেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় নেমেছে হাজারো মানুষের ঢল।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীতে মোটরবাইক মিছিল করেছে দেশটির পরিবহন ইউনিউনের শ্রমিকরা। শত শত মোটরবাইকে করে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা মিছিল করেন।
হর্ন বাজানোর পাশাপাশি প্ল্যাকার্ড দেখিয়ে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির জোরালো দাবি তোলা হয়। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে আটক প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির বার্তা পৌঁছে দেন তাদের সন্তান, গুয়েরা। জানান—যুক্তরাষ্ট্রে বন্দি থাকলেও অবস্থানে অটল মাদুরো। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের প্রতি আস্থা আছে বলেও বার্তায় জানিয়েছেন মাদুরো।
উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সামরিক বাহিনী।
মাদুরোকে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদকপাচার গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র অভিযুক্ত করেছে, যা তিনি বারবারই অস্বীকার করেছেন।
এর আগে, যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেফতার সংক্রান্ত তথ্যের জন্য ৫০ মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এছাড়া, সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবিয়ান দ্বীপে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে দাবি বিশ্লেষকদের।























