মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে আদালতের প্রশ্ন, অধিকাংশ শুল্কই অবৈধ ঘোষিত।

- আপডেট সময় : ০৫:৫০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগকেই অবৈধ বলে রায় দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আদালত মনে করেন, নতুন করে শুল্ক আরোপের এই পদক্ষেপ আইনি জটিলতা তৈরি করতে পারে।
আদালতের রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় এই শুল্ক আরোপ করা হলেও তা আইনের পরিপন্থী। মার্কিন সংবিধান অনুযায়ী, শুল্ক আরোপের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের হাতে রয়েছে, প্রেসিডেন্টের কাছে এমন কোনো অধিকার নেই। যদিও আপিল আদালতের এই রায় আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে। ওই দিন এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে, এই রায়ের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ঝুঁকির মুখে পড়বে।