সংবাদ শিরোনাম ::
মিরপুরে হামলার শিকার ছাত্রদল নেতা, মাদক–চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি

মো.খালেদ মাসুদ,নিজস্ব প্রতিবরদক।
- আপডেট সময় : ০৫:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর এলাকা দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এসব অপরাধের পাশাপাশি চলছে দখলবাজি, সহিংসতা ও চাঁদাবাজি। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল।
গতকাল (৩ সেপ্টেম্বর) রাতে সোহেল দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন। আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল বলেন, “হামলাকারীরা আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। ঢাকা-১৬ আসনের অভিভাবক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা চাই, সাধারণ মানুষের সহযোগিতা ও প্রশাসনের সহায়তায় এদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। মাদকমুক্ত ঢাকা-১৬ গড়তে অপরাধীদের নয়, অপরাধকেই নির্মূল করতে হবে।”