মেসির জোড়া গোলের জাদু, ফাইনালে ইন্টার মায়ামি।

- আপডেট সময় : ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। চোটের কারণে কোয়ার্টার ফাইনালসহ সর্বশেষ দুই ম্যাচে খেলতে না পারা লিওনেল মেসি ফিরেই ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন। জর্দি আলবার সঙ্গে তাঁর সমন্বয় আবারও দর্শকদের বার্সেলোনার সোনালি দিনগুলো মনে করিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, “জাস্ট লাইক ওল্ড টাইমস।”
ম্যাচের প্রথমার্ধে প্রথমে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের ভুল ক্লিয়ার থেকে মার্কো পাসালিচের জোরালো শটে বল জালে গিয়ে অগ্রতা নেয় ঘরের দল। মায়ামি প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।
মায়ামির ফিরে আসা শুরু হয় ৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে। অরল্যান্ডো লেফট ব্যাক ডেভিড ব্রেকালো এক খেলোয়াড়কে ফেলে দেন বক্সে, যার কারণে পেনাল্টি থেকে গোল করে মেসি। ১০ জনে পরিণত হওয়া অরল্যান্ডোকে শেষ মিনিটে মেসি-আলবার জুটি মায়ামির জয় নিশ্চিত করে। ৮৮ মিনিটে আলবার কাছ থেকে নিখুঁত পাস নিয়ে বাঁ পায়ে দূরের পোস্টে গোল করেন মেসি। যোগ করা সময়ে ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়ার পাসে লুইস সুয়ারেজ শেষ গোলটি করেন।
এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে ফাইনালে উঠা এবং আগামী বছর কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা আগামী রোববার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল উইনারের মধ্যে জয়ী দলের বিপক্ষে মুখোমুখি হবে।