তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড।
যাত্রাবাড়ী হত্যা মামলা: তৌহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে

- আপডেট সময় : ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে দুপুরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সিআইডি। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড নামঞ্জুরের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাতেই তাঁকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় নাসির উদ্দিনকে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি হয়। মামলার আসামিদের তালিকায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।
আরো পড়ুনঃযাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন সিআইডির।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের কাছে জনপ্রিয়তা পান তৌহিদ আফ্রিদি। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের মাধ্যমে তিনি বিপুল অনুসারী গড়ে তোলেন।